মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

অর্থআত্মসাৎ মামলায় বিএনপি নেতা এড. ইকবালের বিরুদ্ধে সমন

নিজস্ব প্রতিবেদক, যশোর

Coat

জমি বিক্রি করে ৪২ লাখ টাকা আত্মসাতের মামলায় যশোরের মণিরামপুর থানা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনসহ দ্’ুজনের বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন আদালত। সমনে আগামী ২৫ মে বিবাদীদের আদালতে হাজির হওয়ার আদেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী বনি আমিন। এ মামলার অপর আসামি একই এলাকার হারুন অর রশীদ।

মামলা সূত্রে জানা গেছে, এড. শহীদ ইকবাল হোসেনের মণিরামপুর মৌজার ৩৬৮ খতিয়ানের ১৩৫/২৯৭ দাগের .০৯১ শতক (পাকা ভবনসহ) জমি রয়েছে। তা তিনি বিক্রি করবেন বলে জানান। এ জমি কেনবেন বলে আব্দুল কাদের একটি চুক্তিপত্র করেন। সেই চুক্তি অনুয়ায়ি ২০২০ সালের ৩০ জানুয়ারি স্ট্যাম্পে চুক্তিনামা সম্পাদনা করে ৪১ লাখ ৯১ হাজার টাকা গ্রহণ করেন শহীদ ইকবাল। এরপর তিনি জমি রেজিস্টি করে না দিয়ে ঘোরাতে থাকেন। টাকা ফেরত চাইলেও তিনি প্রদান করেননি। সর্বশেষ আব্দুল কাদের এ বিষয়ে গত ২০ ফেব্রুয়ারি ৪১ লাখ ৯১ হাজার আদায়ের দাবিতে অতিরিক্ত জেলা দায়রা জজ ও অর্থঋণ আদালত যশোরে মামলা করেন। বিচারক অভিযোগটি গ্রহণ করেন পরবর্তী আদেশের দিন ধার্য করেন। যা শুনানি শেষে বিবাদী ইকবাল হোসেন ও হারুন অর রশীদের বিরুদ্ধে আদালত সমন জারির আদেশ দিয়েছেন।

খুলনা গেজেট/কেডি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন