মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

চৌগাছায় বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের চৌগাছায় বজ্রপাতে সাগর কুমার বিশ্বাস নামে (২০) এক যুবকের মৃত্যু ও তার বাবা, কাকা গুরুতর আহত হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে পৌর এলাকার তারনিবাস মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে। সাগর পৌর এলাকা ৭নং ওয়ার্ডের হালদারপাড়ার রবি বিশ্বাসের ছেলে।

স্থানীয় কাউন্সিলর ও পারিবারিক সূত্রে জানা যায়, এদিন সন্ধ্যায় আকাশে মেঘ জমেছিল ও বৃষ্টি হবার সম্ভাবনা থাকায় সাগর নিজের জমিতে কেটে রাখা ধান গুছাতে যায়। সে সময় তার সাথে বাবা রবি বিশ্বাস, বড় ভাই সাধন বিশ্বাস, কাকা মৃত্যুঞ্জয় বিশ্বাসও ছিলেন। এক পর্যায়ে রাত সাড়ে ৯টার দিকে মাঠে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই নিহত হয় সাগর। এতে তার বাবা রবি বিশ্বাস, কাকা মৃত্যুঞ্জয় অজ্ঞান হয়ে যায়। পরে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার বি এম ছামছুজ্জামান সাগরকে মৃত ঘোষণা করেন।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, এই সংক্রান্তে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন