যশোরের মণিরামপুরে রাকিবুল রূপক রিফাত (২২) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ঘরের আড়ার সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। রূপক উপজেলার চন্ডীপুর গ্রামের আবুল খায়েরের ছেলে। তিনি যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের ইতিহাস বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। স্বজনদের দাবি, ২০১৯ সালে রূপকের মায়ের মৃত্যু হয়। এরপর থেকে তিনি হতাশায় ভুগছিলেন। এই হতাশা থেকে তিনি আত্মহত্যা করতে পারেন।
উপজেলার ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রূপকের প্রতিবেশি শামসুল হক মন্টু বলেন, ছেলেটা ভালো ফুটবল খেলতো। এলাকার সবাই ওকে ভালোবাসতো। মায়ের মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়ে। প্রায়ই রাতের বেলা ঘর থেকে বেরিয়ে সে মায়ের কবরের পাশে গিয়ে কান্নাকাটি করতো। মঙ্গলবার রাতের খাবার খেয়ে রূপক নিজের ঘরে ঘুমাতে যায়। এরপর সকালে বাড়ির লোকজন ঘরের আড়ার সঙ্গে তার লাশ ঝুলতে দেখে। পরে পুলিশ এসে তার মৃতদেহ উদ্ধার করে।
এ বিষয়ে রাজগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের এসআই আশিকুর রহমান বলেন, হতাশা থেকে কলেজছাত্র আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অপরদিকে যশোর সদর উপজেলার নারাঙ্গালী দত্তপাড়ায় পরনের ওড়না চলন্ত ভ্যানের চাকায় জড়িয়ে সাড়ে তিন বছরের শিশু কন্যা তানিশা নিহত ও মা গুরুতর আহত হয়েছেন।
নিহত শিশুর মা লিপি বেগম এদিন সকালে মোটর চালিত ভ্যানযোগে শিশু কন্যা তানিশাকে নিয়ে বাড়ি থেকে শহরের দিকে যাচ্ছিলেন। পথে তার গলার ওড়না অসাবধানতা বসত ভ্যানের চাকার সাথে পেচিয়ে গেলে তিনি ভ্যান থেকে রাস্তায় ছিটকে পড়েন। এতে তিনিসহ তানিশা গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা মা ও শিশু কন্যাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১ টার দিকে শিশুকন্যা তানিশা মারা যায়। তানিশা যশোর সদর উপজেলা ডুমদিয়া গ্রামের ওসমান গনির কন্যা। লিপি বেগম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।