যশোরের শার্শায় মটরসাইকেলের ধাক্কায় মাহবুব হাসান (৫০) নামে ঢাকা হাইকোর্টের এক আইনজীবী নিহত হয়েছে। রবিবার (২৩ এপ্রিল) রাত ৮টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারন ফরেস্ট অফিসের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মাহবুব হাসান শার্শা উপজেলার নাভারণ দক্ষিন গুরুজবাগান গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।
নিতের পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যায় প্রয়োজনীয় কাজে শার্শার শ্যামলাগাছী গ্রামে যায় এ্যাডভোকেট মাহবুবুর হাসান। এসময় তিনি হাইওয়ে সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় তিনি পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মাহবুব হাসান ঢাকা জজ কোর্টের এ্যাডভোকেট হিসাবে দায়িত্ব পালন করছিলেন।
নিহতের বড় ভাই মনিরুজ্জামান সোনা জানান, ঈদের ছুটিতে ভাই বাড়িতে এসেছিলো। নিজের কাজে সন্ধ্যায় শ্যামলাগাছী গ্রামে গিয়েছিলেন। পরে তার মৃত্যুর খবর শুণতে পাই। এ ঘটনায় নিহতের পরিবারের মাঝে শোকের ছায়া বিরাজ করেছে।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক লক্ষিনদর কুমার দে বলেন, সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত অবস্থায় মাহবুব হাসান নামে একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতালে পৌছার আগেই তার মৃত্যু হয়।
নাভারন হাইওয়ে থানার ওসি আব্দুল আল মামুন জানান, দ্রুতগামী মোটর সাইকেলের ধাক্কায় মাহবুব হাসানের মৃত্যু হয়েছে। ওই মটরসাইকেল চালককে আটকের চেষ্টা করছে পুলিশ।
খুলনা গেজেট/কেডি