মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

গরুর সিং মাথায় ঢুকে মাদরাসা ছাত্র নিহত 

অভয়নগর (যশোর) প্রতিনিধি

বোনের বাড়ি থেকে ইফতার সেরে নিজ বাড়িতে যাওয়ার সময় নসিমনে থাকা গরুর সিং মাথায় ঢুকে এক মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত  হযরত মিনা (১৮) নওয়াপাড়া পীর বাড়ি মাদরাসার মাওলানা পড়য়া ছাত্র। বুধবার (১৯ এপ্রিল) ইফতারের পর ঘটনাটি ঘটেছে অভয়নগর উপজেলার চাকই গরুহাট এলাকায়।
নিহতের ভগ্নিপতি বুলবুল হোসেন জানান, বুধবার চাকই গ্রামের বোনের বাড়ি থেকে ইফতার সেরে নিজ গ্রাম শিমুলিয়ায় মোটরসাইকেলযোগে যাওয়ার পথে চাকই গরুহাট এলাকায় পৌঁছালে নসিমনে থাকা একটি গরুর সিং হযরত মিনার মাথার ডান পাশে ঢুকে যায়। এতে তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক ডা. সাদিয়া জাহান তাকে মৃত ঘোষণা করেন। নিহত হযরত মিনা নড়াইল জেলার শিমুলিয়া গ্রামের ফারুক মিনার ছেলে।
খুলনা গেজেট/কেডি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন