না ফেরার দেশে পাড়ি দিলেন যশোরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুকুমার দাস। বুধবার (১২ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে তিনি যশোর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
যশোর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অধ্যাপক সুকুমার দাস গত ৭ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনা সিটি হাসপাতালে ভর্তি হন। তার হার্টে তিনটি রিং পরানো হয়েছিল। ৯ এপ্রিল তাকে যশোর শহরের টিবি ক্লিনিক রোডস্থ বাড়িতে আনা হলে তিনি ১১ এপ্রিল আবার অসুস্থ হয়ে পড়েন। এসময় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে বুধবার তার শারীরিক অবস্থার অবনতি হয়। এদিন রাত পৌনে ১০ টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে আইসিইউতে নেবার ডাক্তররা তাকে মৃত ঘোষনা করেন।
অধ্যাপক সুকুমার দাস বাঘারপাড়া কলেজের অর্থনীতির শিক্ষক ছিলেন। তিনি যশোর উদীচীর সাবেক সভাপতি ছিলেন। পরে তিনি পুনশ্চ নামে আরও একটি সংগঠন প্রতিষ্ঠা করেন।
এদিকে, সুকুমার দাসের মৃত্যুর খবরে সাংস্কৃতিক অঙ্গণে শোকের ছায়া নেমে আসে। সাংবাদিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতারা ছুটে যান হাসপাতালে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি, জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শেষবারের মতো তাকে দেখতে হাসপাতালে যান। সেখানে সৃষ্টি হয় শোকাবহ পরিবেশ।
খুলনা গেজেট/কেডি