শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

মাদকসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর ডিবি পুলিশের অভিযানে ৪৪২ বোতল ফেনসিডিল ও একটি পিকআপসহ যুবককে আটক করা হয়েছে। মঙ্গলাবার সন্ধ্যায় তাকে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকা থেকে আটক করা হয়। আটক ওই যুবকের নাম ইসরাফিল হোসেন। বেনাপোল পোর্ট থানা এলাকার বিল্লাল হোসেনের ছেলে সে।

পুলিশ জানায়, গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যশোরে মাদকের একটি চালান ঢুকছে। এমন সংবাদের ভিত্তিতে তারা যশোর চুড়ামনকাটি এলাকা থেকে ইসরাফিলকে আটক করে। পরে তার দেখানো স্থান থেকে পিকআপের মধ্যে বিশেষ কায়দায় লুকানো ৪৪২ বোতল ফেন্ডিডিল জব্দ করা হয়। এ ব্যাপারে যশোর থানায় মাদক আইনে মামলা হয়েছে।

খুলনা গেজেট/ এসজেড

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন