শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কৃষকের

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের চৌগাছায় দু’দিনে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে গ্রামের মাঠে নিজের মোটরচালিত সেচ পাম্পে রফিকুল ইসলাম (৪৪) নামে এক কৃষকের মৃত্যু হয়। তিনি উপজেলার ফুলসারা ইউনিয়নের ফুলসারা মানিকতলাপাড়ার হাবিবুর রহমান সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো মঙ্গলবার বেলা ১১টার দিকে গ্রামের মাঠে নিজের মোটরচালিত সেচ পাম্প দিয়ে ধান ক্ষেতে পানি দিতে যান রফিকুল। সেখানে বৈদ্যুতিক লাইনে সমস্যা দেখা দিলে নিজেই বৈদ্যুতিক লাইন মেরামতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে থাকেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে গ্রামের জনৈক সাকু গরুর জন্য ঘাস কাটতে গিয়ে সেচপাম্পের পাশে তাকে পড়ে থাকতে দেখে চিৎকার দেন। তখন গ্রামের অন্য কৃষকরা এসে তাকে উদ্ধার করে দেখেন তিনি মারা গেছেন।

এরআগে সোমবার (১০ এপ্রিল) বিদ্যুতায়িত হয়ে মহিউদ্দিন (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়। তিনি উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের ছোট কাবিলপুর গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে। ওইদিন বেলা ১১টার দিকে নিজের বিদ্যুৎচালিত সেচপাম্প চালু করতে গেলে আগে থেকে বিদ্যুতায়িত হয়ে থাকা পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, দুটি মৃত্যুর ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন