যশোরের শার্শার পাঁচভুলোট সীমান্ত থেকে এক কেজি ওজনের দুটি বড় সোনার বারসহ সাইদুর রহমান (২৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।
শনিবার (০৮ এপ্রিল) বিকালে এ চালানটি আটক করা হয়। আটক সাইদুর রহমান শার্শা উপজেলার অগ্রভুলোট গ্রামের আব্দুল হালিম এর ছেলে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান পিএসসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পাঁচভুলোট সীমান্ত দিয়ে একটি সোনার চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে। এমন সংবাদে বিজিবির একটি বিশেষ টহলদল সীমান্তে অবস্থান নেয়। কিছু সময় পর টহল দল রাস্তা দিয়ে একটি ইজিবাইক আসতে দেখে এবং টহল দলের নিকটবর্তী আসলে ইজিবাইকটি থামতে বললে ইজিবাইকের ভিতর থেকে এক ব্যক্তি দ্রুতগতিতে পালিয়ে যাবার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে ধরার জন্য পিছনে ধাওয়া করে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে এক কেজি ওজনের বড় দুই পিস সোনার বার উদ্ধার করা হয়। সোনার বারগুলো আসামীর প্যান্টের পকেটের মধ্যে অভিনব কায়দায় লুকায়িত ছিল। আটককৃত সোনার মূল্য ৮৫ লাখ টাকা ।
উল্লেখ্য, গত ২০২২ সাল হতে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা হতে ৩২ জন আসামীসহ মোট ৯৭ কেজি ১৪ গ্রাম সোনা আটক করা হয়েছে। যার মূল্য ৭৬ কোটি ৯৬ লাখ ১৯ হাজার ৯৪৫ টাকা বলে বিজিবি‘র ওই কর্মকর্তা জানান।
খুলনা গেজেট/কেডি