খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

মাদক মামলার ১৫ আসামিকে ফুল দিয়ে মুক্তি,শর্ত ৯টি

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে মাদকের ১৪ মামলার ১৫ আসামিকে প্রবেশনে মুক্তি দিয়েছে আদালত। পরে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে প্রবেশন কর্মকর্তার হাতে তুলে দেয়া হয়। সোমবার (০৩ এপ্রিল) ব্যতিক্রমী এ রায় দিয়েছেন যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম। রায়ের পর হাতে হাত কড়ার পরিবর্তে ফুল দেখে অনেকেই অবাক হয়েছেন। পরবর্তীতে বিষয়টি জানতে পেরে আইনজীবীসহ আদালত প্রাঙ্গণে উপস্থিত সর্বস্তরের মানুষ সাধুবাদ জানিয়েছেন। এসময় প্রবেশন অফিসার আব্দুল ওহাব উপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানায়, প্রবেশনকালীন সময় বাড়িতে থেকে নিজ এলাকার মসজিদে ইবাদত করবেন প্রবেশনে মুক্তিপ্রাপ্তরা। এছাড়া তারা মসজিদ পরিস্কার পরিচ্ছন্ন রাখবেন। এর বাইরে নিজ এলাকায় গাছ লাগাবেন ও তা পরিচর্যা করবেন। গ্রামের রাস্তায় কেউ যাতে ধানসহ বিভিন্ন ফসলাদি না রাখে সে বিষয়ে এলাকাবাসীকে সচেতন করে তুলবেন। এ জাতীয় নয়টি শর্ত দিয়ে সোমবার ওই ১৫ আসামিকে প্রবেশনে মুক্তি দিয়েছেন আদালত। তার মধ্যে রয়েছেন একজন নারী। ওই নারীকে রমজান মাসে এলাকায় শিশুদের কোরআন শিক্ষা দিতে হবে বলে আদালত সূত্রটি নিশ্চিত করে।

প্রবেশনে মুক্তিপ্রাপ্ত আসামিরা হলেন, কেশবপুর জেলার আলতাপোল গ্রামের আলাউদ্দিনের ছেলে হাসান, অভয়নগর উপজেলার নাউলী গ্রামের মৃত আতিয়ার শেখের ছেলে জান্নাত শেখ, যশোর সদর উপজেলার তপসীডাঙ্গা গ্রামের সদর উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম, বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে আক্কাস আলী, ঝিকরগাছা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মৃত কাশেম আলীর ছেলে মওলা বক্স, মণিরামপুর উপজেলার চালকিডাঙ্গা গ্রামের নওশের আলীর ছেলে কামরুল ইসলাম, যশোর সদর উপজেলার চাঁদপাড়া গ্রামের মফিজুল ইসলামের ছেলে রিপন হোসেন, অভয়নগর উপজেলার হিদিয়া গ্রামের হারুন অর রশিদের ছেলে খালেদুল ইসলাম ও একই গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে শফিকুল গাজী, যশোর সদর উপজেলার ভগলপুর গ্রামের ওলিয়ার রহমানের ছেলে শিমুল হোসেন ও একই গ্রামের মতিয়ার রহমানের ছেলে সজিব হোসেন, নীলগঞ্জ সুপারিবাগান এলাকার মফিজুর রহমানের ছেলে মিরাজুল শেখ, মণিরামপুর উপজেলার বড় চিতলা গ্রামের মৃত ওয়াজেদ মোড়লের ছেলে রেজাউল মোড়ল, বেনাপোল কাগজপুকুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে শাহাজাহান, সদর উপজেলার হাশিমপুর গ্রামের আমজাদ মোল্লার স্ত্রী শাহিদা বেগম।

আদালত সূত্র জানায়, আসামিরা বিভিন্ন সময় সামান্য পরিমাণ মাদক নিয়ে পুলিশের হাতে আটক হয়। এরপর মামলায় তারা নিয়মিত আদালতে হাজিরা দেন। একদিনও হাজিরা কামাই দেননি। এছাড়া তাদেরকে শর্ত দেয়া হয় সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসারের নজরদারিতে থেকে কোন প্রকার অপরাধের সাথে জড়িত হতে পারবেন না।

উল্লেখ্য, অভয়নগর উপজেলার হিদিয়া গ্রামের হারুন অর রশিদের ছেলে খালেদুল ইসলাম ও একই গ্রামের মৃত ফজলু গ্রামের ছেলে শফিকুল গাজীকে তিন মাসের জন্য ও বাকি সকল আসামিকে চয়মাসের জন্য প্রবেশনে মুক্তি দেয়া হয়েছে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!