মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

অভয়নগর প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের ঋষিপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে সুব্রত দাস (১৭) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৯ টার সময় তার মৃত্যু হয়।

নিহত সুব্রত উপজেলার ধোপাদী গ্রামের ঋষিপাড়ার পশুপতি দাসের পুত্র ও ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র।

নিহতের চাচা রসময় দাস জানায়, রাতে নিজ বাড়ির উঠানে বাল্ব জ্বালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় সুব্রত। এসময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অথৈ সাহা বলেন, সুব্রত নামের এক যুবককে তার স্বজনরা রাত ৯ টার সময় হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে অভয়নগর থানা অফিসার ইনচার্জ একেএম শামীম হাসান বলেন, ধোপাদী গ্রামের ঋষিপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে সুব্রত দাস নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আমাদের টিম খোঁজ খবর নিয়েছে। একটি অপমৃত্যুর মামলা দায়েরের পরে লাশটি পরিবারের সদস্যদের কাছে দেওয়া হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন