মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

 জজকোর্ট মসজিদের দানবাক্স চুরি

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের জজকোর্ট জামে মসজিদের দানবাক্স চুরি হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। রোববার রাত ৯টা থেকে সোমবার ভোর পাঁচটার মধ্যে যে কোনো সময় এ চুরির ঘটনাটি ঘটে। মঙ্গলবার মসজিদের মোয়াজ্জিন সাব্বির হোসেন অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করেন।

মামলায় বাদী বলেছেন, গত ১৯ মার্চ এশার নামাজ শেষ করে বাদী মসজিদের মেইন গেট বন্ধ করে বাড়ি চলে যান। এরপর ২০ মার্চ ভোরে ফজরের আজান দিতে এসে দেখেন মসজিদের মেইন গেটের সাথে ঝুলিয়ে রাখা দানবাক্সটি নেই। পরে তিনি কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে জানতে পারেন দানবাক্সটি চুরি হয়েছে। এ ঘটনায় তিনি অজ্ঞাত আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই প্রদীপ কুমার ঘোষ বলেন, বিষয়টি নিয়ে তারা তদন্ত শুরু করেছেন। জড়িতকে আটকে অভিযান অব্যাহত রয়েছে।

খুলনা গেজেট/ এসজেড

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন