মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

চিকিৎসাধীন ভারতীয় নাগরিকের মৃত্যু, স্বজনদের সন্ধান কেউ জানে না

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর জেনারেল হাসপাতালে অচেতন অবস্থায় ভর্তি হওয়া ভারতীয় নাগরিক! বলাই পাল ওরফে বাদশা মারা গেছেন। বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্য হয়। সার্জারি ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক মাশরুল হক জুয়েল তাকে মৃত ঘোষণা করেন।

এরআগে ১৫ মার্চ তাকে রক্তাক্ত অবস্থায় কে বা কারা হাসপাতালে ভর্তি করে লাপাত্তা হয়। তাকে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। আঘাতের কারণে প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

বলাই পালকে বাদশা নামে ভর্তি করার পর তার কাছে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। সেখানে দেখা যায় তার নাম বলাই পাল। ভারতের ২৪ পরগনার দক্ষিণ হাবড়া গ্রামের নান্টু পালের ছেলে। ভারতের পরিচয়পত্র কার্ড নম্বর ৩০৬১২১৫। তার জন্ম সন ১৯৭৬। তার কাছে দুটি বাটন মোবাইল ফোন ও একটি চার্জার ছিল। বর্তমানে তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

একটি সূত্র জানায়, বলাই পালের বড় ভাই গনেশ পাল বরিশাল মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল পদে কর্মরত রয়েছেন ( ড্রাইভার)। বলাই পালের পরিবার বরিশাল ভোলা জেলায় বসবাস করেন। তবে, এখনও পর্যন্ত স্বজনদের খোঁজ মেলেনি।

খুলনা গেজেট/ এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন