শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

যশোরে ভারতীয় নাগরিককে অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক, যশোর

 

যশোর জেনারেল হাসপাতালে ভারতীয় এক নাগরিককে অজ্ঞান অবস্থায় ভর্তি করা হয়েছে। তিনি ভারতের দক্ষিণ হাবড়ার নান্টু পালের ছেলে বলাই পাল ওরফে বাদশা। কারা তাকে হাসপাতালে এনে ভর্তি করেছেন সেটাও কর্তৃপক্ষ জানাতে পারছে না।

যশোর জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার (১৫ মার্চ) দুপুর ১২টা ৪০ মিনিটে কয়েকজন ব্যক্তি বলাই পালকে অজ্ঞান অবস্থায় রিকশাযোগে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। এরপর তারা জরুরি বিভাগে ফেলে রেখে পালিয়ে যায়। এসময় স্বাস্থ্যকর্মীরা তাকে ভর্তি করেন। তিনি ভারতের দক্ষিণ হাবড়ার নান্টু পালের ছেলে বলে জরুরি বিভাগের ডাক্তারকে গোঙ্গানীর মাধ্যমে জানান। তার কাছে ভারতীয় পরিচয়পত্র ছাড়াও দুটো বাটন মোবাইল ফোন ও একটি চার্জার রয়েছে। সড়ক দুর্ঘটনায় বলাই পাল ওরফে বাদশা আহত হয়েছেন বলে হাসপাতালের ভর্তি খাতায় লেখা রয়েছে। তবে সচেতন মহলের ধারণা, তিনি ট্রাকচালক। তিনি হয়তো সড়ক দুর্ঘটনায় অথবা তাকে মারধর করে আহত করা হয়েছে।
অবশ্য তিনি সড়ক দুর্ঘটনায় আহত নাকি তাকে কেউ অচেতন করে অর্থ-সম্পদ লুট করেছে, তা কেউ নিশ্চিত করে বলতে পারেনি। তার কাছে রয়েছে একটি পরিচয়পত্র, যার নম্বর-৩০৬১২১৫। কার্ড থেকে উল্লেখিত নাম-পরিচয় জানা গেছে।

খুলনা গেজেট/ এসজেড

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন