মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে ইজিবাইক চুরির মূলহোতাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

ইজিবাইক চুরির মূলহোতাসহ ২ সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাব ৬ যশোরের সদস্যরা। সোমবার গভীর রাতে তাদের যশোরের বিভিন্নস্থান থেকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে
তারা জানতে পারে যে, ইজিবাইক চোর চক্রের সদস্যরা চোরাই ইজিবাইক বিক্রয়ের উদ্দেশ্যে যশোর জেলার মনিরামপুর থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আভিযানিক দলটি সোমবার মধ্যরাতে মনিরামপুর উপজেলার জামজামি এলাকায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের মূল হোতা মো: সবুজ হাসানকে গ্রেপ্তার করে করে। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য মতে সহযোগী মো: আশিক হোসেনকে গ্রেপ্তার করা হয়।

এ সময়ে আশিকের হেফাজত হতে চোরাইকৃত ১ টি ইজিবাইক উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামীদ্বয়ের দেওয়া তথ্য মতে আসামি শামিম শাহাজীকে গ্রেপ্তার করা হয়। আসামী শামীম শাহাজীর হেফাজত হতে আরও একটি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া আসামিদের মনিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

খুলনা গেজেট/ এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন