মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে খেজুরের রস পানে দুটি পরিবারের ১০ জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর ঝিকরগাছায় খেজুরের রস পান করে দুটি পরিবারের ১০জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার সাড়ে ১১টার দিকে তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে রেখে তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে।

খেজুরের রস পানে অসুস্থরা হলেন, উপজেলার অমৃতবাজার গ্রামের জোহর আলীর স্ত্রী ইয়াসমিন (২৫), শুকুর আলীর ৫ বছরের ছেলে জুনায়েদ, আক্তার হোসেনের স্ত্রী রোকেয়া (৪০), বৃদ্ধ আহম্মদ আলী (৬৫), ইমরান (২৪), ইয়াসিন (২৮), আব্দুস সামাদের স্ত্রী রওশন আরা (৪০), গৃহবধূ শিউলি (১৮), আক্তার আলীর শিশু কন্যা বিথী (৮) ও আহাদ (৪০)।

পরিবারের সদস্যরা জানায়, এদিন সকালে তারা সবাই খেজুরের রস পান করেন। এরপরই একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করার পর অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ভর্তির পর হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বিষয়ে ব্যাপকভাবে খোঁজ খবর শুরু করলে ৩ জন পালিয়ে যায়।

খুলনা গেজেট/ বিএম শহিদ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন