মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ যুবককে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে এক হাজার পিস নিষিদ্ধ ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সোমবার রাত ১০টার দিকে খোলাডাঙ্গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবিদ হাসান যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা গ্রামের রুহুল আমিন খোকনের ছেলে।

ডিবি পুলিশের এসআই সোলাইমান আক্কাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন নিষিদ্ধ ট্যাপেন্ডাডল ট্যাবলেট নিয়ে এক যুবক খোলাডাঙ্গা এলাকায় অবস্থান করছে। এরই ভিত্তিতে তারা তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে আবিদকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে এক হাজার পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার হয়। পরে তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

খুলনা গেজেট/ এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন