মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

অভয়নগরে ট্রেন-ট্রাক সংঘর্ষ, গেটম্যান পলাতক

অভয়নগর প্রতিনিধি

অভয়নগরে ট্রেন ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন এক পথযাত্রী। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১ সাড়ে টায় উপজেলার ভাঙ্গাগেট নামক স্থানে এ ঘটনাটি ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন নওয়াপাড়া রেলওয়ের স্টেশন মাস্টার মাসুদ রানা।

স্থানীয়রা বলেন, খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন ও ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে রেলওয়ের গেটম্যান ও চালক পলাতক রয়েছে। রেলওয়ের গেটম্যান আশিষ কুমারে অবহেলায় এই দূর্ঘটনা ঘটে বলে অনেকের ধারনা। এতে একজন পথযাত্রী আহত হন। পথযাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ওই রুটে ট্রেন চলাচল ৪৫ মিনিট বন্ধ থাকে। পরে দুমড়ে মুচড়ানো ট্রাকটি সড়ক থেকে সরানো জন্য নওয়াপাড়া হাইওয়ে পুলিশ উদ্ধার কাজ করে।

নওয়াপাড়া রেলওয়ের স্টেশন মাস্টার মাসুদ রানা বলেন, খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি যশোর থেকে ছেড়ে আসে । বেলা সাড়ে ১১ টায় উপজেলার মশরহাটি ভাঙ্গাগেট রেল ক্রচিং নামক স্থানে পৌঁছালে যশোর খুলনা মহাসড়কে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। রেলওয়ের গেটম্যান আশিষ কুমারে ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল হামিদ মোল্যা বলেন, ট্রেন ও ট্রাকের সংর্ঘষের ঘটনায় আমাদের টিম কাজ করছে। আপাতত ট্রাকটি সড়ক থেকে উদ্ধার করে যানবহন চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়েছে।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন