মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

আইনজীবী সমিতি থেকে শওকত আলী পিন্টু সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর আইনজীবী সমিতি থেকে শওকত আলী পিন্টুর সদস্য পদ সাময়িক বরখাস্ত করা হয়েছে। সমিতির শৃঙ্খলা বিরোধী আইন পেশার অসদাচারণ ও মর্যাদা হানিকর কাজ করায় সমিতির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে অফিস সূত্রে জানা গেছে।

অভিযোগে জানা গেছে, সমিতির সদস্য জিএম মিজানুর রহমান দেওয়ানি ৫৪৯/২২ মামলার বাদী পক্ষের আইনজীবী ছিলেন। ২৩ জানুয়ারি শওকত আলী পিন্টু সমিতি অথবা বাদীর নিয়োজিত আইনজীবীর অনুমতি ছাড়াই আদালত থেকে মামলা প্রত্যাহার করে নেন। এ ঘটনায় জিএম মিজানুর রহমান সমিতিতে একটি অভিযোগ করেন। একই সাথে তার বাড়িতে যেয়ে হুমকি দেয়ায় থানায় সাধারণ ডায়েরিও করেন জিএম মিজানুর রহমান।

৭ ফেব্রুয়ারি সমিতির নির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী শওকত আলী পিন্টুকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়। ১৯ ফেব্রুয়ারি সমিতির নির্বাহী কমিটির সভায় নোটিশের জবারের উপর আলোচনা শেষে সদস্য শওকত আলী পিন্টুকে ৭ দিনের জন্য সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সাথে সাময়িক বরখাস্ত নোটিশ প্রাপ্তির পর থেকে ৭ দিন পর্যন্ত আদালতে আইনজীবী হিসেবে সকল প্রকার কার্যক্রম থেকে বিরত থাকে বলা হয়েছে।

খুলনা গেজেট/ এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন