মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক, যশোর

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে যশোরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের মানুষ।

মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর যশোর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি, যশোর ৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ড, প্রেসক্লাব, যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর, ছাত্রলীগ, সিভিল সার্জন, যশোর পৌরসভাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী
সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

রাতেই পায়ে হেটে বিভিন্ন রাজনীতি, সামাজিক সংগঠনসহ নানা বয়সের মানুষ হাতে ফুল নিয়ে শহীদ মিনারে যায়। এছাড়াও মহান একুশ উপলক্ষে যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। অনুরূপভাবে আজ সকালেও যশোরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

খুলনা গেজেট/ বি এম এস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন