মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ঘর ভাড়ার কথা বলে বাড়িতে ঢুকে সাংবাদিক পুত্রকে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে ঘর ভাড়া নেবার কথা বলে বাড়িতে ঢুকে সাংবাদিক পুত্রকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। যশোরের বিলুপ্ত দৈনিক পূরবী পত্রিকার সম্পাদক মহিউদ্দিন আহমেদের ছেলে সৈয়দ মাহবুব জাহান আহমেদ সোহেল এ হামলার শিকার হন। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাতটায় নিজ বাড়ি পুরাতন কসবা এলাকায়। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সোহেল জানান, এক কিশোরীর নেতৃত্বে ৩/৪ জন কিশোর তার বাড়িতে ঘরভাড়া নেয়ার কথা বলে বাড়িতে আসেন। তিনি দরজা খোলার সাথে সাথেই তার উপর হামলা চালায়। এসময় তার দু’পায়ের উরুতে ছুরিকাঘাত করা হয়। পরে ঘর থেকে নগদ ৪০ হাজার টাকা ও সোনার গহনা নিয়ে চম্পট দেয় হামলাকারীরা। তার চিৎকারে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার বিচিত্র মল্লিক বলেন, সোহেলের দুই উরুতেই ছুরিকাঘাত করা হয়েছে। এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তিনি আশঙ্কামুক্ত বলে চিকিৎসক জানান।

এদিকে, খবর পেয়ে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। হাসপাতালে ভিকটিমের সাথে কথা বলে অপরাধীদের আটকে অভিযান চালাচ্ছে।

খুলনা গেজেট/ এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন