শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

যশোরের গাড়িখানায় তিন যুবককে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর শহরের গাড়িখানা রোডে একসাথে তিনজনকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সড়কের পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার কামরুজ্জামানের ছেলে সেতু (২০), ষষ্ঠীতলার ফরিদ হোসেনের ছেলে সজীব (২০) ও ঘোপ সেন্ট্রাল রোডের আক্তারের ছেলে অনু (২০)।

আহতরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গাড়িখানা রোডের পেট্রোল পাম্পের সামনে বসেছিলাম। হঠাৎ অজ্ঞাত ৫/৬ জন মোটরসাইকেলযোগে এসে এলোপাতাড়িভাবে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এসময় জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, আহত তিনজনের অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, ছুরিকাঘাতের ঘটনা শুনেছি। আহতরা হাসপাতালে আছে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন