শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

যশোরে ট্রেনের ধাক্কায় মাদ্রাসা শিক্ষক নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর-বেনাপোল সড়কের মালঞ্চীতে ট্রেনের ধাক্কায় সুমন হোসেন (৩৫) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছে। তার বাড়ি সদর উপজেলার রঘুরামপুর গ্রামে। তিনি লাউজানি গাজীর দরগাহ মাদ্রাসার শিক্ষক ছিলেন।

গত ১২ ফেব্রুয়ারি সকালে তিনি মোটরসাইকেলযোগে বাড়ি থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে মালঞ্চি রেল ক্রসিং পার হবার সময় বেনাপোল থেকে খুলনাগামী কমিউটার ট্রেন তাকে ধাক্কা দেয়। এসময় তিনি মোটরসাইকেলসহ পাশের গাছের সাথে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে জিআরপি পুলিশ তার মরদেহ উদ্ধার করে জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন