প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ( আইএলও)’র যৌথ উদ্যোগে SKILlS-21 Project ‘র আওতায় বিদেশ ফেরত কর্মীদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ৬ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে। তেলিগাতী কুয়েট রোডে অবস্থিত খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ৪-৯ ফেব্রুয়ারি এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিদেশ ফেরত ১১ জন মহিলা / তাদের পরিবারের সদস্য এবং ৯ জন পুরুষ এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) সন্ধায় কর্মশালার সমাপনী শেষে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী বিদেশ ফেরত কর্মীদের মধ্যে সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ এ কে এম মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কাজী বরকতুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন SIYB Foundation BANGLADESH ‘র প্রশিক্ষক মানস কুমার বিশ্বাস, সাবিদ রহমান, প্রশিক্ষণ কর্মশালার কো-অর্ডিনেটর মোঃ তৌহিদুর রহমানসহ খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
প্রশিক্ষণ চলাকালীন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন ও আইএলও ‘র ৫ সদস্যের প্রতিনিধি দল প্রশিক্ষণ পর্যবেক্ষণে আসেন। এ সময় তারা খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ কার্যক্রমও পরিদর্শন করেন।