খুলনা, বাংলাদেশ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ইউক্রেনে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার
  কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ ৪ জনের মৃত্যু, কিশোরগঞ্জে ৩ জন
  সারা দেশে হয়রানিমূলক ও মিথ্যা মামলা হচ্ছে, যা ঠিক নয়: আইন উপদেষ্টা
  ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করে পিএসসির প্রজ্ঞাপন

চাঁদাবা‌জিসহ নানা অ‌ভি‌যো‌গে বৈষম্যবি‌রোধী ছাত্র আন্দোল‌নের কয়রার আহ্বায়ক‌কে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক

বৈষম্য‌বি‌রোধী ছাত্র আন্দোল‌নের কয়রা উপ‌জেলার আহ্বায়ক গোলাম রব্বানী‌কে দা‌য়িত্ব থে‌কে অব্যাহ‌তি ও সংগঠ‌নের সকল কার্যক্রম থে‌কে বিরত থাকার নি‌র্দেশ দেয়া হ‌য়ে‌ছে। সম্প্রতি তার বিরু‌দ্ধে উথা‌পিত বি‌ভিন্ন অ‌ভি‌যোগ নি‌য়ে ক‌য়েক‌টি গণমাধ্য‌মে প্রতি‌বেদন প্রকাশ পায়। অ‌ভি‌যোগগু‌লো আম‌লে নি‌য়ে সংগঠন‌টির খুলনা জেলা ক‌মি‌টি তা‌কে দা‌য়িত্ব থে‌কে অব্যাহ‌তি দি‌য়ে কেন স্থায়ী ব‌হিস্কার করা হ‌বে না এ বিষ‌য়ে লিখিতভাবে ব‌্যাখ‌্যা প্রদান কর‌তে নি‌র্দেশনা দি‌য়ে‌ছেন।
সোমবার (২৮ এপ্রিল) সংগঠন‌টির খুলনা জেলার দপ্তর সেল সদস্য শিহাব সাদনাম রাতুল স্বাক্ষ‌রিত এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানা‌নো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন গণমাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কয়রা উপজেলার আহ্বায়ক গোলাম রব্বানী প্রসঙ্গে বিভিন্ন অভিযোগ উঠে এসেছে। এজন্য তা‌কে খুলনা জেলা ক‌মি‌টির সভাপ‌তি তাস‌নিম আহ‌মেদ ও সদস্য স‌চিব সা‌জিদুল ইসলাম বা‌প্পির নি‌র্দেশক্রমে পরবর্তী নি‌র্দেশ না দেওয়া পর্যন্ত সংগঠ‌নের সকল দা‌য়িত্ব ও কার্যক্রম থে‌কে অব্যাহ‌তি দেয়া হ‌য়ে‌ছে। এছাড়া তা‌কে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না সে বিষ‌য়ে আগামী সাত দি‌নের ম‌ধ্যে জেলা কমিটির কাছে কারণ দর্শাতে বলা হ‌য়ে‌ছে।

জানা যায়, গোলাম রব্বানী খুলনার এক‌টি বেসরকা‌রি প্রতিষ্ঠান থে‌কে ক‌য়েকবছর পূ‌র্বে ডি‌প্লোমা সম্পন্ন ক‌রে কয়রায় ইলেক‌ট্রিক প‌ণ্যের ব‌্যবসা প‌রিচালনা ক‌রেন। এর আগে কিছু‌দিন এক‌টি বেসরকা‌রি প‌লি‌টেক‌নি‌কে জু‌নিয়র ইন্সট্রাক্টর হি‌সে‌বে শিক্ষকতা ক‌রেন। ত‌বে এখনও পড়াশুনা কর‌ছেন ব‌লে তি‌নি দা‌বি ক‌রেন। ৫ আগ‌ষ্টের ‌দিন বিকাল থে‌কে কয়রার ছাত্রসমা‌জের সা‌থে তা‌কে দেখা যায়। জাহা‌ঙ্গীরনগর বিশ্ব‌বিদ্যাল‌য়ের ছাত্র মোশাররফ হো‌সেন রাতুলকে কেন্দ্র ক‌রে কয়রায় ছাত্র সমন্বয়ক‌দের আত্মপ্রকাশ ঘ‌টে। রাতু‌লের সা‌থে গোলাম রব্বানী সহ-সমন্বয়ক হি‌সেবে কাজ করেন। আওয়ামী সরকার পত‌নের প‌র কয়রার শা‌ন্তিশৃঙ্খলা বজায় রাখ‌তে তা‌রা প্রশংসা কুঁড়া‌লেও কিছু‌দি‌নের ম‌ধ্যে ব‌্যক্তিস্বার্থ হা‌সি‌লের হা‌তিয়ার হি‌সে‌বে ব‌্যবহৃত হওয়ায় দুর্নাম ছ‌ড়ি‌য়ে প‌ড়ে। এক‌টি মাদ্রাসার শিক্ষক আঃ রউফ‌কে তাদের সা‌থে সার্বক্ষ‌ণিক থাক‌তে দেখা যায়। একসা‌থে কাজ করার কিছু‌দি‌নের ম‌ধ্যে গোলাম রব্বানী ও আঃ রউফের কার্যক্রম নি‌য়ে নানা বিতর্কের সৃ‌ষ্টি হয়। একপর্যা‌য়ে রাতু‌ল ও তার অনুসা‌রি‌দের সা‌থে তা‌দের বি‌রোধ দেখা দেয়। কোথাও আন্দোল‌নে অংশ না নি‌য়েও গোলাম রব্বানী কয়রায় একক আধিপত্য বিস্তা‌রের জন্য আহ্বায়ক পদ পে‌তে ম‌রিয়া হ‌য়ে ও‌ঠেন। আর রাতুল নি‌জে‌কে সমস্ত কার্যক্রম থে‌কে গু‌টি‌য়ে নি‌য়ে পড়াশুনায় ম‌নো‌নি‌বেশ ক‌রেন। গোলাম রব্বানী এক প্রভাবশালী রাজ‌নৈ‌তিক নেতার সহ‌যো‌গীতায় পু‌লিশ-প্রশাসনসহ সর্ব‌ক্ষে‌ত্রে প্রভাব খাটা‌নোর চেষ্টা ক‌রেন। তা‌কে গেল ১৬ ডিসেম্বর ‌বিজয় দিব‌সে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তার সা‌থে দাঁ‌ড়ি‌য়ে অ‌ভিবাদন গ্রহণ ক‌র‌তেও দেখা গে‌ছে। যে ছ‌বি তার ফেসবুক প্রোফাইলের কভার ফ‌টো হি‌সে‌বে ব‌্যবহার ক‌রে রে‌খে‌ছেন। ব‌্যক্তি স্বার্থ হা‌সি‌লের জন্য বি‌ভিন্ন সরকা‌রি-‌বেসরকা‌রি অ‌ফি‌স, প্রতিষ্ঠান থে‌কে প্রভাব খা‌টি‌য়ে কাজ আদায় করার অ‌ভি‌যোগও র‌য়ে‌ছে। জামায়াত ও বিএন‌পির ক‌তিপয় নেতা-কর্মীর সা‌থে তার সখ্যতা গ‌ড়ে ও‌ঠে। তা‌দের হা‌তিয়ার হি‌সে‌বে কাজ কর‌তে থাকেন।

একপর্যা‌য়ে ক‌মি‌টি গঠ‌নের জন্য জেলা ক‌মি‌টি কর্তৃক সাত সদস্য বি‌শিষ্ট উপ-ক‌মি‌টি গ‌ঠিত হ‌লেও তা‌দের সুপা‌রিশ আম‌লে না নি‌য়ে গোলাম রব্বানী‌কে বৈষম্য‌বি‌রোধী ছাত্র আন্দোল‌নের কয়রার আহ্বায়ক করা হয়। ওই সময় অ‌ভি‌যোগ ও‌ঠে এক প্রভাবশালী রাজনৈ‌তিক নেতার সুপা‌রি‌শে এম‌ন‌টি হয়। আহ্বায়ক ব‌নে গি‌য়ে গোলাম রব্বানী আরও বেপ‌রোয়া হ‌য়ে ও‌ঠে। পু‌লিশ-প্রশাসন‌কে ম‌্যা‌নেজ ক‌রে একের পর এক অপকর্ম কর‌তে থা‌কেন। নৌকা প্রতি‌কের জনপ্রতি‌নি‌ধি‌সহ আওয়ামী লী‌গের নেতা-কর্মী‌দের থে‌কে বি‌ভিন্ন কৌশ‌লে চাঁদা আদায় কর‌তে থা‌কেন। তার বিপ‌ক্ষে গে‌লেই বি‌ভিন্নভা‌বে হয়রা‌নী ক‌রেন, এমন‌কি মামলায় নাম যুক্ত করে দেওয়ার অ‌ভি‌যোগও ও‌ঠে। কাওয়ালী সন্ধ‌্যা ও এন‌সি‌পির কে‌ন্দ্রিয় ক‌মি‌টির নেতা‌দের উপ‌স্থিত থাকার কথা ব‌লে ইফতার মাহ‌ফি‌ল আয়োজ‌নের না‌মে ব‌্যাপক চাঁদাবা‌জি ক‌রেন। চাঁদাবা‌জি বিষ‌য়ে ক‌য়েক‌টি প‌ত্রিকায় প্রতি‌বেদন প্রকাশিত হয়। তা‌কে ব‌হিস্কা‌রের দা‌বি‌তে বি‌ক্ষোভ মি‌‌ছিল ক‌রেন ছাত্ররা। নিজ সংগঠ‌নের অ‌ধিকাংশ নেতা তার বিরু‌দ্ধে অবস্থান নেন। প্রতি‌বেদন করায় সাংবা‌দিক‌দের দমন কর‌তে বি‌ভিন্ন কুটকৌশল কর‌তে থা‌কেন। সামা‌জিক যোগা‌যোগ মাধ্য‌মে অশ্লীল ভাষায় গা‌লিসহ হুম‌কি দি‌য়ে স্ট‌্যাটাস দেয়। হঠাৎ ২০১৩ সা‌লের জামায়া‌তের মি‌ছি‌লে হামলার এক‌টি ঘটনায় কয়রা‌ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হো‌সেনসহ বেশ ক‌য়েকজন নিরীহ ব‌্যক্তির না‌মে হত্যা মামলা ক‌রা হয়। ওই মামলার বাদী নিহত জা‌হিদুল ইসলা‌মের স্ত্রী স‌বিরন আসা‌মি‌দের চে‌নেন না ব‌লে জানান।‌তি‌নি আরও জানান, মামলার মূল‌হোতা গোলাম রব্বানি। তি‌নি শুধু কাগ‌জে স্বাক্ষর ক‌রে‌ছেন, তা‌কে আসা‌মি‌দের তা‌লিকা পড়‌তেও দেইনি। এ বিষ‌য়ে ক‌য়েক‌টি গণমাধ্য‌মে প্রতি‌বেদন প্রকা‌শিত হয়। প্রতিপক্ষ দমন ও চাঁদাবা‌জির সু‌বিধা‌র্থে বা‌দী‌কে ফুঁস‌লি‌য়ে গোলাম রব্বানী ও তার সহ‌যোগীরা মি‌লে ‌নিরীহ‌দের যুক্ত ক‌রে মামলা করেন ব‌লে স্থানীয়‌দের দা‌বি। এ নি‌য়ে রাজ‌নৈ‌তিক দ‌লের নেতাকর্মী, মানবা‌ধিকার সংগঠনসহ সাধারণ জনগ‌ণের ম‌ধ্যে তীব্র প্রতি‌ক্রিয়া ও নিন্দার ঝড় ও‌ঠে।

বৈষম্যবি‌রোধী ছাত্র আন্দোল‌নের খুলনা জেলার যুগ্ম আহ্বায়ক মহরম হাসান মা‌হিম জানান, কয়রা উপজেলার মানুষের দীর্ঘদিনের অভিযোগ ও অসন্তোষের প্রেক্ষিতে সংগঠন এ সিদ্ধান্ত নি‌য়ে‌ছে। সংগঠনের শৃঙ্খলা রক্ষার্থে তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। যথাযথ কারণ দর্শাতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে। কোন অন্যায়কারীর সা‌থে আমা‌দের আপোষ নেই।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!