খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেছেন, খুলনা মহানগরীর ৩১নং ওয়ার্ড বরাবরই বৈষম্যের শিকার। এই ওয়ার্ডে রাস্তাঘাট ও নাগরিক সমস্যা প্রকট আকার ধারণ করলেও পতিত সরকারের আমলে দৃশ্যমান কোন উন্নয়ন হয়নি। খুলনায় অনেকে মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, মেয়র হয়েছেন কিন্তু কেউই ৩১নং ওয়ার্ডে মানুষের জন্য ভাবেননি। ওয়ার্ডের উন্নয়নের কাজ করেনি। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে বৈষম্যোর শিকার ৩১নং ওয়ার্ডকে ঢেলে সাজানো হবে। এই ওয়ার্ডের মানুষের কল্যানে কাজ করা হবে।
সোমবার (২৮ এপ্রিল) নগরীর ৩১নং ওয়ার্ডে অগ্রগামী স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তুহিন আরো বলেন, বিএনপি পরিবর্তণের জন্য কাজ করছে। ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। আমরা সৎ মানুষের নেতৃত্বে বাংলাদেশ চাই। সৎ মানুষের নেতৃত্বে বাংলাদেশ গড়তে হলে সকলের সচ্ছিার প্রয়োজন। আমরা যেভাবে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে বিতারিত করেছি ঠিক সেইভাবে ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবো।
সংস্থার সভাপতি মইনুল ইসলাম কিরণের সভাপতিত্বে এবং কে.এম এ জলিলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশীদ মিরাজ, সদর থানা বিএনপির সভাপতি কে.এম হুমায়ুন কবির। উপস্থিত ছিলেন, গাজী আফসার উদ্দিন মাষ্টার, রিয়াজ শাহেদ, আমিনুল আহমেদ, শহীদ খান, হুমায়ুন কবির চৌধুরী, বাবুল রানা, মোখলেসুর রহমান, আব্দুল হান্নান, কামরুজ্জামান টুকু, ইয়াকুব পাটোয়ারি, ইয়াসিন গাজী, সৈয়দ তানভীর আহমেদ প্রমূখ।