খুলনায় চুরি হওয়া ইজিবাইকসহ একজনকে গ্রেপ্তার করেছে খালিশপুর থানা পুলিশ। রোববার (২৭ এপ্রিল) রাতে মুজগুন্নি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
গ্রেপ্তারকৃতের নাম মইনুদ্দিন সরদার (২৬)। মইনুদ্দিন বরিশালের গৌরনদী থানার বাটাজোড় গ্রামের মো. বেল্লাল সরদারের ছেলে।
গ্রেপ্তারের সময় মইনুদ্দিনের হেফাজত থেকে একটি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে খালিশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
খুলনা গেজেট/জেএম