মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরের সহকারী পোস্ট মাস্টার বাকীর স্ট্যান্ড রিলিজ, তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর প্রধান ডাকঘরের আলোচিত সহকারী পোস্ট মাস্টার আব্দুল বাকীকে বুধবার স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে তাকে খুলনা পোস্টাল ট্রেনিং সেন্টারে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে। একইসাথে তার বিরুদ্ধে নানা অভিযোগ খতিয়ে দেখতে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।

যশোর ডিপিএমজি অফিসের সুপারিনটেনডেন্ট গোলাম রহমান পাটওয়ারীকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণাঞ্চল খুলনার পোস্ট মাস্টার জেনারেল শামসুল আলম। এ ঘটনায় পোস্টাল বিভাগে শুরু হয়েছে তোলপাড়।

সূত্র জানায়, যশোর প্রধান ডাকঘরে এক মৃত ব্যক্তির ১৩ লাখ টাকা আত্মসাতের চেষ্টা করে একটি চক্র। যার নেপথ্যে ছিলেন সহকারী পোস্ট মাস্টার জেনারেল আব্দুল বাকী। যে ব্যক্তি এই কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন তার সাথে বাকীর সখ্যতা ছিল চোখে পড়ার মতো। বাকীর রুমে প্রতিদিনই তাদের আড্ডা চলতো। ওই মৃত ব্যক্তির টাকা উত্তোলনের সময় এক কর্মকর্তার চোখে তা ধরা পড়ে। অথচ আব্দুল বাকী তাকে চেনেন না বলে জানান।

বাকীর বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারীদের রয়েছে নানা অভিযোগ। তার বাড়ি যশোরে হওয়ায় তিনি সকলের সাথে খারাপ ব্যবহার ও বদলি করে দেয়ার নামে বাণিজ্য করতেন বলে অভিযোগ কর্মকর্তা-কর্মচারীদের। এসব অভিযোগের বিষয়টি গুরুত্বের সাথে নেয় কর্তৃপক্ষ। এ ঘটনার প্রাথমিক তদন্ত শেষে বুধবার বেলা ১১ টায় তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়।

এদিকে, বাকীর অপসারণের খবরে কর্মকর্তা-কর্মচারীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। কর্মকর্তা-কর্মচারীরা তার অনিয়ম দুর্নীতির তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পোস্ট মাস্টারের দায়িত্ব পাওয়া যশোর ডিপিএমজি অফিসের সুপারিনটেনডেন্ট গোলাম রহমান পাটওয়ারী বলেন, বুধবার দুপুরে তিনি ভারপ্রাপ্ত হিসেবে যোগদানের আদেশ পান। পরে দায়িত্ব বুঝে নেন।

দক্ষিণাঞ্চল খুলনার পোস্ট মাস্টার জেনারেল শামসুল আলম বলেন, তারা সব অভিযোগ আমলে নিয়েছেন। বাকীকে তাৎক্ষণিক খুলনা পোস্টাল ট্রেনিং সেন্টারে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। সেখানে কোনো ধরনের অর্থনৈতিক লেনদেনের সুযোগ নেই। যশোরের বিষয়ে যাচাই বাছাই করার জন্য পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারাই তদন্ত করে প্রতিবেদন দাখিল করবেন। প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন