বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

মনিরামপুরে ইজিবাইকে চাকায় চাদর জড়িয়ে শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের মণিরামপুরে ইজিবাইকের চাকায় চাদর জড়িয়ে গলায় ফাঁস লেগে মারিয়া খাতুন (৮) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। মারিয়া উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

পরিবারের সদস্যরা জানায়, বুধবার বেলা ১১টার দিকে উপজেলার ঢাকুরিয়া গ্রামের আঃ কুদ্দুসের মেয়ে মারিয়া খাতুন একই গ্রামের মফিজুর রহমানের ইজিবাইকে করে পার্শবর্তী ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিল। পথে ঢাকুরিয়া-কুয়াদা সড়কের তালতলামোড়ে গেলে সে দুর্ঘটনায় পড়ে। এসময় মারিয়া ইজিবাইকের ভেতরে বসে ছিল। তার গায়ের চাদর ইজিবাইকের চাকায় জড়িয়ে যায় এবং চলন্ত অবস্থায় গলায় ফাঁস লেগে তার মৃত্যু ঘটে।

স্থানীয়রা জানায়, মফিজুর প্রতিদিন ইজিবাইক ভাড়ায় চালাতে যশোরে যায়। তার ও মারিয়ার বাড়ি একই জায়গায় হওয়ায় প্রায়ই মফিজুরের বাইকে সকালে সে স্কুলে যায়। এদিন অসাবধানতাবশত শিশুটি দুর্ঘটনায় পড়ে। খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মণিরামপুর থানার ডিউটি অফিসার সহকারি উপ-পরিদর্শক এএসআই সালমা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/এইচ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন