শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

অভয়নগরে সাবেক ইউপি চেয়ারম্যানকে মারপিটের অভিযোগ

অভয়নগর প্রতিনিধি

অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খান এ কামালকে সন্ত্রাসীরা মারপিট করেছে। মঙ্গলবার সকালে স্থানীয় মিনা বাজারে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সাবেক চেয়ারম্যান খান এ কামাল চা খাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে মোটর সাইকেলে থাকা দুইজন সন্ত্রাসী তার ওপর চড়াও হয়। এসময় খান এ কামাল তাদেরকে ধরার চেষ্টা করলে সন্ত্রাসীরা তার মাথায় আঘাত করে মোটর সাইকেলযোগে পালিয়ে যায়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী তাদেরকে ধাওয়া করলে সন্ত্রাসীরা কবরস্থান নামক স্থানে মোটর সাইকেল রেখে পালিয়ে যায় যার নং যশোর ল-১১-৭০০৩।

সাবেক চেয়ারম্যান খান এ কামাল দাবি করছেন, ওই দুই সন্ত্রাসী তাকে লক্ষ্য করে শর্টগান থেকে গুলি ছোড়ার চেষ্টা করে ব্যর্থ হয়। শর্টগান থেকে গুলি বের না হলে তাদের জাপটে ধরার চেষ্টা করলে সন্ত্রাসীরা তার মাথায় আঘাত করে পালিয়ে যায়।

অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান জানান, সাবেক ইউপি চেয়ারম্যান বিষয়টি মোবাইল ফোনে জানিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ এখনও পাওয়া যায় নি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন