মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

চাঞ্চল্যকর এরফান ফারাজী হত্যা মামলার মূলহোতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

যশোরের চাঞ্চল্যকর এরফান ফারাজী হত্যা মামলার মূলহোতা মোঃ তাওহীদকে গ্রেপ্তার করেছে র‌্যাব ৬ এর অভিযানিক দল। রোববার গভীর রাতে তাকে যশোর কোতায়ালী মডেল থানাধীন নিউ নিউমার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব ৬ এর পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, এরফান গাজী সদর থানাধীন ধোপাপাড়া এলাকায় মুদি দোকানের ব্যবসা করতেন। ২২ ডিসেম্বর বিকেল ৪ টার দিকে অজ্ঞাতনামা ৪/৫ জন দুস্কৃতিকারী চিপস কেনার উদ্দেশ্যে তার দোকানের সামনে আসে। তখন ভিকটিম চিপস দেওয়ার জন্য সামনে এগিয়ে আসলে একজন দৃস্কৃতিকারী ভিকটিমের বুকে ধারালো চাকু ঢুকিয়ে দেয়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা দ্রুত পালিয়ে যায়। সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশের পাশাপাশি র‌্যাবও গোয়েন্দা নজরদারি শুরু করে অভিযান অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব ৬ যশোর ক্যাম্পের সদস্যরা উন্নত প্রযুক্তি ব্যবহার করে চাঞ্চল্যকর এরফান হত্যা মামলার মূলহোত মো: তাওহীদকে নিউমার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।

খুলনা গেজেট/ এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন