শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

যশোরে দু’যুবককে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের বারান্দীপাড়ার মাঠপাড়ায় দুই যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। আহতরা হলেন, মোল্লাপাড়ার আব্দুল কাদেরের ছেলে কুরবান আলী (৩৫) ও একই এলাকার আজিজুর রহমানের ছেলে বাধন (৩৮)। আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের স্বজনেরা জানান, কুরবান ও বাধন মাঠপাড়ায় একটি কাজ করতে গিয়েছিলো। এসময় কয়েকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। তারা দু’জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল আলীম বলেন, তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভিকটিমদের সাথে কথা বলে অপরাধীদের নাম ঠিকানা নিয়েছেন। জড়িতদের আটকে পুলিশ অভিযানে নেমেছে।

এদিকে, আহতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একাধিক মামলা রয়েছে। তারা সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন