শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

মণিরামপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দু’যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের মণিরামপুর-রাজগঞ্জ সড়কের কাশিপুর বটতলা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই যুবক নিহত হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) রাত ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই যুবক হলেন, উপজেলার মাছনা গ্রামের মুফতি ইসমাইল হোসেনের ছেলে নাহিদ হোসেন (২২) ও মোহনপুর গ্রামের মোস্তাক হোসেনের ছেলে শিহাব হোসেন (১৮)। এ দুর্ঘটনার খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ দুটি উদ্ধার করে উপজেলা হাসপাতালে পাঠিয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মী রাতুল মোল্লা বলেন, দু’যুবক একটি মোটরসাইকেলে চড়ে রাজগঞ্জের দিক থেকে মণিরামপুরে বাজার দিকে আসছিলেন। তারা কাশিপুর বটতলা নামক স্থানে পৌঁছুলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ব্রিজে ধাক্কা লেগে ছিটকে পড়ে পাশের খেজুর গাছের সাথে পুনরায় ধাক্কা লেগে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়’।

মণিরামপুর থানার এসআই আব্দুল হান্নান দু যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন