মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে চাঁদাবাজির অভিযোগে হিজড়ার বিরুদ্ধে হিজড়ার মামলা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে দশ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে এক হিজড়ার বিরুদ্ধে মামলা করেছেন আরেক হিজড়া। যশোর শহরের শংকরপুরের ভাবনা হিজড়া বাদী হয়ে বুধবার আদালতে এ মামলা করেন। মামলায় বেনাপোলের নামাজগ্রাম মাঠপাড়ার জামান ওরফে শিল্পা হিজড়াসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে। আদালত অভিযোগ আমলে নিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলায় উল্লেখ করা হয়, পূর্ব শত্রুতার জের ধরে গত ২৯ নভেম্বর শিল্পাসহ অজ্ঞাত দু’তিনজন বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় হাড়িহাটা সড়কে ভাবনার গতিরোধ করে। এরপর তাকে ছুরি দেখিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন শিল্পা হিজড়া। এ টাকা না দিলে হত্যার হুমকিও দেয়া হয়। পরে ভাবনার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে তাকে নানা ভয়ভীতি দেখিয়ে আসামিরা চলে যায়। ভাবনা বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছেন দাবি করে আদালতে এ মামলা করেন।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন