যশোর মনিরামপুর উপজেলায় বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে । শুক্রবার রাত ২ টার দিকে উপজেলার রোহিতা ইউনিয়নের কোদলাপাড়া গ্রামে জনৈক মশিয়ার রহমানের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। সংঘবদ্ধ ডাকাতরা এ সময়ে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে প্রশাসনের উর্ধতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।
বাড়ির গৃহকর্তা ভুক্তভোগী মশিয়ার রহমান জানান, তিনি পেশায় একজন পাইকারী বেকারী ব্যবসায়ী। বেকারীর বিভিন্ন আইটেমের খাবার উপজেলার ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে পাইকারীহারে সরকরাহ করে থাকেন। ঘটনার দিন ব্যবসায়ীক আদায় হওয়া প্রায় ৪ লাখ টাকা তিনি বাড়িতে রাখেন।
রাত দুই টার দিকে হাফ প্যান্ট পরিহিত মুখোশধারী ডাকাতরা ঘরে ঢুকেই প্রথমে তাকে মারপিট শুরু করে। এক পর্যায় তাকেসহ তার স্ত্রী ও কন্যাকে অস্ত্রের মুখে জিম্মিসহ বেঁধে রাখে। এরপর ডাকাতরা আলমারীর চাবি নিয়ে সেখানে রক্ষিত প্রায় ৪ লাখ টাকা এবং ৫ ভরি স্বর্নালংকার লুট করে নিয়ে যায়। ডাকাত দলের সদস্যরা তাদের বাড়ীতে প্রায় ঘন্টাব্যাপী অবস্থান করলেও কোন শব্দ করতে পারেনি।
এ ব্যাপারে জানাতে চাইলে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান বলেন, ডাকাতির ঘটনা জানার পর থেকে পুলিশের বিভিন্ন শাখার উর্ধতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জড়িতদের আটকসহ লুট হওয়া মালামাল উদ্ধারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।