মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

বৈদ্যুতিক যন্ত্রাংশ চুরির করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

অভয়নগর  প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলায় বৈদ্যুতিক যন্ত্রাংশ চুরির করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে এক যুবকের। শুক্রবার ভোর রাতে এ ঘটনাটি ঘটে। নিহত ওই যুবক হলেন, কনক সরদার। তিনি উপজেলার প্রেমবাগ ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের মো: মোশারেফ সরদারের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কনক সরদার বৃহস্পতিবার দিবাগত রাতে বিশ্বকাপ ফুটবল ব্রাজিলের খেলা দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। রাতে খেলা দেখার পর আর বাড়িতে ফেরেনি।

স্থানীয়রা জানায়, শুক্রবার ২৫ নভেম্বর সকাল ৮ টার সময় উপজেলার প্রেমবাগ ইউনিয়নের তীর্থ ধামের বিপরীত গনি মিয়ার সরিষা ক্ষেতের বৈদ্যুতিক খুটির নিকট মরদেহ দেখতে পায় । পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় হয়।

অভয়নগর থানার এসআই গোলাম রহমান বলেন, বৈদ্যুৎতিক ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্টে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এসময় তার মরদেহের পাশ থেকে চুরি করার যন্ত্রাংশ জব্দ করা হয়।

এ ব্যাপারে থানার (ওসি) তদন্ত মিলন কুমার মন্ডল বলেন, সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভয়নগর থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন