খুলনা, বাংলাদেশ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনি রোডম্যাপ দেয়ার আহবান বিএনপির: মির্জা ফখরুল
  চলমান ইস্যুতে সবাইকে শান্ত থাকার আহবান প্রধান উপদেষ্টার: প্রেস সচিব
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৮

আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে নগরীতে বর্ণাঢ্য র‌্যালি

গেজেট ডেস্ক 

বাংলাদেশের বৃহত্তম পেশাজীবী সংগঠন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর গৌরবোজ্জ্বল ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে খুলনা জেলা শাখার উদ্যোগে নগরীতে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

বিপুল সংখ্যক সদস্য প্রকৌশলীর উপস্থিতিতে খুলনা মহানগরীর শিববাড়ী মোড় থেকে ”টেকসই উন্নয়নে-নবায়নযোগ্য জ্বালানী” এই প্রতিপাদ্য খচিত ফেষ্টুন ও বেলুন উড়িয়ে দিবসটির শুভ সূচনা ও র‌্যালির উদ্ভোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

খুলনা জেলা সভাপতি ইঞ্জিঃ শেখ রফিকুল ইসলাম তাপসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌঃ মাহাবুবুর রহমান শামীম এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা, মহানগর আওয়ামীলীগ নেতা ফারুক হাসান হিটলু এবং আইডিইবি’র কেন্দ্রীয় নেতা আলহাজ্ব ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার।

অতিথিবৃন্দ তাদের বক্তৃতায় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে ঐতিহাসিক সম্মেলনের আয়োজন,দেশের উন্নয়ন-উৎপাদনে ৮৫% কাজ করা, দেশের যেকোন দুর্যোগে মানুষের পাশে থেকে মাঠ পর্যায়ে সেবা করা, প্রযুক্তি পরামর্শ কেন্দ্রের মাধ্যমে সারাদেশে বিনামূল্যে সাধারণ জনগণকে সেবা প্রদানের চমৎকার দৃষ্টান্তের কথা উল্লেখ করে এ সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সদস্য প্রকৌশলীদের শুভেচ্ছা জানান।

টি র্শাট, টুপি পরিহিত বিশাল র‌্যালিটি ব্যান্ড-পার্টির বাদ্যের তালে তালে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাওয়ার হাউজ মোড়স্থ নতুন রেলস্টেশনের বিশাল চত্ত্বরে এসে শেষ হয়।

র‌্যালিতে আইডিইবির নেতৃবৃন্দ,কাউন্সিলরবৃন্দসহ বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ খুলনা জেলা, বিজেএমসি,সড়ক ও জনপথ, গণপূর্ত, ওজোপাডিকো,বাংলাদেশ রেলওয়ে,পানি উন্নয়ন বোর্ড, কেসিসি, কেডিএ, কুয়েট, টিটিসি, শিক্ষা প্রকৌশল, ওয়াসা, পিজিসিবি, খুলনা বিশ্ববিদ্যালয়, পিডিবি, খুলনা পলিটেকনিক, মহিলা পলিটেকনিক, ম্যানগ্রোভ পলিটেকনিক, হোপ পলিটেকনিক, ভকেশনাল শিক্ষক, বিটিসিএল, প্রাইভেট সেক্টরস, বাকাছাপসহ সকল সার্ভিস এ্যাসোসিয়েসনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

র‌্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইডিইবি নেতা ইঞ্জিঃ নাজমুল হুদা, ইঞ্জিঃ মিজানুর রহমান পাটোয়ারী, ইঞ্জিঃ গৌতম মজুমদার, ইঞ্জিঃ মোস্তাফিজুর রহমান, ইঞ্জিঃ বাবুল, ইঞ্জিঃ চাঁদ আহমেদ, ইঞ্জিঃ একরামুল কবীর, ইঞ্জিঃ হুমায়ুন কবীর, ইঞ্জিঃ সালাম শরীফ, ইঞ্জিঃ সামসুল আরেফিন, ইঞ্জিঃ খন্দকার আসাদুজ্জামান, ইঞ্জিঃ রুবেল শেখ, ইঞ্জিঃ মাজেদা খাতুন, ইঞ্জিঃ জহুরা জেবীন, ইঞ্জিঃ সোহেল হাসান রুমি, ইঞ্জিঃ লুৎফর রহমান, ইঞ্জিঃ শহীদুল ইসলাম, ইঞ্জিঃ কাজী এনায়েত হোসেন, ইঞ্জিঃ ফরিদ আহম্মেদ, ইঞ্জিঃ শফিউল কাদের, ইঞ্জিঃ কামাল হোসেন, ইঞ্জিঃ রিতা ফারিয়া,ইঞ্জিঃ নাইমুর রহমান আশা, ইঞ্জিঃ আল মামুন চৌধুরী, ইঞ্জিঃ মাহাবুবুর রহমান, ইঞ্জিঃ ফয়সাল হাসান, ইঞ্জিঃ সুমন শেখ, ইঞ্জিঃ সাংবাদিক হাসানুর রহমান তানজীর,ইঞ্জিঃ মামুন শেখ, ইঞ্জিঃ রনি জামিল চৌধুরি, ইঞ্জিঃ মোস্তাফিজুর রহমান মিঠু, ইঞ্জিঃ শাহিনুর ইসলাম,বাকাছাপ নেতা আশিকুর রহমান হৃদয়,আরিফ মাহামুদ নবাব প্রমুখ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!