‘মানব সেবায় গড়ব দেশ, বদলে যাবে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালে এলাকার একদল উদীয়মান শিক্ষিত তরুণ প্রতিষ্ঠা করেছিল স্বেচ্ছাসেবী মানবিক গঠন ‘জাগ্রত খুলনা’। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি গত ৬ বছর ধরে এলাকার গরীব, দুঃস্থ, অসহায় মানুষের জন্য সেবামূলক অনেক কাজ করে প্রশংসিত এবং সমাদৃত হয়েছে। বিশেষ করে ২০২০ বৈশ্বিক মহামারী করোনাকালীন সময়ে আত্মমানবতার সেবায় নিয়োজিত সংগঠনটির কার্যক্রম মানুষের নজর কেড়েছে।
শনিবার (২৬ এপ্রিল) সংগঠনটির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে সকাল ১০ টায় দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা আলিম মাদ্রাসা প্রাঙ্গণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। জাগ্রত খুলনার সভাপতি মোহাম্মদ আমিনুল হকের সভাপতিত্বে প্রতিষ্ঠাতা সভাপতি মো. মাসুম বিল্লাহ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রজেক্টের মাধ্যমে সংগঠনের পরিচিতি ও কার্যক্রম তুলে ধরেন সাংগঠনিক সম্পাদক মো. সাবেদ চৌধুরী। এরপর সংগঠনের গঠনতন্ত্র উন্মোচন করেন প্রতিষ্ঠাতা সভাপতি মো. মাসুম বিল্লাহ পলাশ ও মো. সোহাবুর রহমান।
অনুষ্ঠানে সদস্যদের মূল্যায়ন তুলে ধরে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান। উপস্থিত সদস্যদের উদ্দেশ্য দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন ডা. মো. মোছাদ্দেক হোসেন, এনাম পরিবহনের কর্মকর্তা মো. শহীদুজ্জামান ও ডা. মো. তসলিম ইকবাল।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ২০২৫-২৭ সাল পর্যন্ত তিন বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়ে। সদস্যদের গোপন ভোটে সভাপতি পদে পুনরায় নির্বাচিত হন মো. আমিনুল হক এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন প্রতিভা প্রি-ক্যাডেট স্কুল ও মিজান একাডেমীর প্রতিষ্ঠাতা মো. মিজানুর রহমান মিজান। সিনিয়র সহ-সভাপতি পদে মো. আব্দুল হাকিম, সহ-সভাপতি পদে ওবায়দুর সেতু, সহ-সভাপতি পদে শেখ সুলতান উদ্দিন, মো. কামরুজ্জামান খান ও মো. আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে মো. সাবেদ চৌধুরী, রক্তদান শাখা সম্পাদক পদে আবীর হোসেন, কোষাধ্যক্ষ পদে মো. আশিকুর রহমান, দপ্তর সম্পাদক পদে মুনতাকিম দেওয়ান, প্রচার সম্পাদক পদে মো. সোহানুর রহমান এবং আইসিটি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন রাহাতুল ইসলাম। এ পর্বে নবগঠিত কমিটির নেতৃবৃন্দদেরকে শপথ বাক্য পাঠ করান প্রতিষ্ঠাতা সভাপতি মো. মাসুম বিল্লাহ পলাশ।
সমাপনী পর্বে সংগঠনটির পক্ষ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা ও পদক প্রদান করা হয়। এ বছর সদস্যদের মধ্যে সম্মাননা ক্রেস্ট পান আশিকুর রহমান, আবীর হোসেন এবং ইবনে সাবেদ চৌধুরী। এছাড়াও বিশেষ সম্মাননা পদক প্রদান করা হয় মো. আমিনুল হক এবং মীর সাহিদ উজ্জামানকে। সুধিজন সম্মাননা প্রদান করা হয় ডা. মো. মোসাদ্দেক হোসেন, ডা. মো. তসলিম ইকবাল, সৈয়দ আসিফ ইকবাল এবং মো. মিরাজ মিয়াকে। প্রতিষ্ঠাতা সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় মো. আশরাফুল ইসলামকে।
খুলনা গেজেট/জেএম