ভারতীয় আগ্রসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) বিকাল ৪টায় খুলনার শিববাড়ি মোড়ে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, দ্রুত সময়ের মধ্যে গণহত্যার বিচার সহ ভারতীয় আগ্রসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) বিকাল ৪টায় খুলনার শিববাড়ি মোড়ে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, খুলনা’র ব্যানারে বিক্ষোভ মিছিলে অংশ নেয় নগরীর বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সাধারন জনগন। এসময় আশপাশের বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে শিববাড়িতে জড়ো হয় শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা আ’লীগের রাজনীতি নিষিদ্ধকরণের প্রসঙ্গে বলেন, আ’লীগের রাজনীতি নিষিদ্ধ হবে কিনা সে রায় জনগণ ৫ই আগস্ট দিয়ে দিয়েছে। ছাত্র জনতার নতুন করে কোন রায় দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। ৫ই আগস্ট দেশের ছাত্র জনতা আওয়ামী লীগের উপর যে আস্ফলন দেখিয়েছে তার উপর ভিত্তি করেই আ’লীগকে নিষিদ্ধ করতে হবে।
বিক্ষোভ মিছিলে বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব মোঃ ফয়সাল শেখ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার করছে এটি না করলেও চলবে। বাংলার মানুষের দাবি আ’লীগের বিচার করা, দলের প্রত্যেকটা লোককে বিচারের আওতায় আনা।
সম্প্রতি ডেভিল হান্টে গ্রেপ্তারকৃত আসামিদের মাত্র ১৫ দিনের মধ্যে জামিন মঞ্জুর হওয়ার বিষয়টিকে নেতিবাচক ভাবে দেখছেন তিনি। ইউনুস সরকারের কাছে ডেভিলহান্টে গ্রেপ্তারকৃত আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ সময় বক্তারা আ’লীগকে সংবিধানের মাধ্যমে নিষিদ্ধ করে জুলাই আন্দোলনকে স্বীকৃতি দেওয়ার দাবি জানান।
খুলনা গেজেট/ টিএ