খুলনা, বাংলাদেশ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ১
  কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি

খুলনার জন্মদিনে আনন্দে মাতলো নগরবাসী

নিজস্ব প্রতিবেদক

খুলনা জেলা প্রতিষ্ঠার ১৪৩ বছর পূর্তিতে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে “খুলনা দিবস” পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে সকাল ১০টায় নগরীর শিববাড়ি মোড়ে আয়োজিত সমাবেশের মাধ্যমে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন, শান্তির প্রতীক পায়রা, বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিনব্যাপি কর্মসূচীর উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার ও খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ফিরোজ সরকার।

উদ্বোধন অনুষ্ঠানের পর বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি মোড়ে এসে শেষ হয়। শোভাযাত্রায় পালকি, ঘোড়ার গাড়ি, সাইকেলিং, আদিম মানুষ, জেলে, রোভার স্কাউট, গার্লস গাইড, ব্যান্ড পার্টি অংশ নেয়।

খুলনা দিবস উপলক্ষ্যে উন্নয়ন কমিটির পক্ষ থেকে স্মরণিকা প্রকাশ, খুলনা মেজবানি, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপি বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়।

১৮৮২ খিস্টাব্দের ২৫ এপ্রিল গেজেট নোটিফিকেশনের মাধ্যমে খুলনাকে জিলা হিসেবে ঘোষণা করা হয়। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি এই দিনটিকে প্রতি বছর নানাবিধ কর্মসূচীর মাধ্যমে পালন করে আসছে।

খুলনা দিবসের দিনব্যাপি কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা খুলনার সামগ্রিক উন্নয়নে দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বক্তারা খুলনার ইতিহাস, ঐতিহ্য সংরক্ষণের আহবান জানিয়ে বলেন, খুলনার উন্নয়নের জন্য যে সকল দাবিসমূহ এখনও অপূরণীয় রয়েছে তা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। দিনব্যাপি কর্মসূচীতে খুলনার প্রশাসনিক উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক, পেশাজীবী, নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ, নগরের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ দলমত নির্বিশেষে খুলনার সর্বস্তরের ব্যাপক জনগণ অংশগ্রহণ করেন।

উদ্বোধনী সমাবেশে সভাপতিত্ব করেন উন্নয়ন কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান। সংগঠনের এর মহাসচিব এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ এর পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দার, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এ্যাড. এস.এম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম তুহিন, খুলনা জেলা বিএনপি’র সভাপতি মোঃ মনিরুজ্জামান মন্টু, জামায়াতে ইসলামীর খুলনা মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, সেক্রেটারী এ্যাড. জাহাঙ্গীর হোসেন হেলাল, শিক্ষাবিদ অধ্যক্ষ মোহাম্মদ মাজহারুল হান্নান, প্রকৌশলী আজাদুল হক, এ্যাড. কুদরত ই খুদা, খুলনা আইনজীবী সমিতির আহবায়ক এ্যাড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু, সদস্য সচিব এ্যাড. শেখ নুরুল হাসান রুবা, খুলনা প্রেস ক্লাবের আহবায়ক এনামুল হক নবাব, আয়কর আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. খান মনিরুজ্জামান, সিপিবি নেতা এস,এ রশীদ, ওয়ার্কার্স পার্টির নেতা এ্যাড. মিনা মিজানুর রহমান, শেখ মফিদুল ইসলাম, ইসলামী আন্দোলন এর খুলনা মহানগর সহ-সভাপতি শেখ নাসির উদ্দিন, গণসংহতি আন্দোলন নেতা মুনির চৌধুরী সোহেল, বিএনপি নেতৃ অধ্যক্ষ রেহানা আক্তার, সি‌পি‌বির এ্যাড. বাবুল হাওলাদার, ডাঃ নাসির উদ্দিন, কবি সৈয়দ আলী হাকিম, মোঃ তরিকুল ইসলাম, মোঃ নিজাম উর রহমান লালু, মিনা আজিজুর রহমান, শাহীন জামাল পন, অধ্যাপক মোঃ আবুল বাশার, মিজানুর রহমান বাবু, অধ্যাপক মোঃ আযম খান, মামনুরা জাকির খুকুমনি, মোঃ খলিলুর রহমান প্রমুখ।

এছাড়া সন্ধ্যায় নগরীর শিববাড়ি মোড়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!