বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

ঝিকরগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের ঝিকরগাছায় লিমা খাতুন (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কাটাখালি গ্রামের শাওন হোসেনের স্ত্রী ও মণিরামপুর উপজেলার মদনপুর গ্রামের আব্দুল আলীমের মেয়ে।

মৃতের পিতা আব্দুল আলিম জানান, তার মেয়ে লিমার সাথে পরকীয়া সম্পর্ক আছে এমন সন্দেহে করে তার স্বামী শাওন ও তার বাড়ির লোকজন শ্বাসরোধে তাকে হত্যা করেছে। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে লিমা তাদের সাথে মোবাইলে কথা বলে। রাত সাড়ে ১১ টার দিকে মেয়ের শ্বশুর মোবাইল করে জানায়, লিমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

মৃতের পিতা আব্দুল আলিমের আভিযোগ, তার মেয়ে আত্মহত্যা করেনি। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

মৃত লিমার শ্বশুর সাইফুল ইসলাম জানান, ছয় বছর আগে লিমা ও শাওনের বিয়ে হয়। বিয়ের পর থেকে লিমা বিভিন্ন ছেলেদের সাথে পরকিয়া সম্পর্ক করতো। এ নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্য বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে শুক্রবার রাতে গলায় ফাঁস দেয় লিমা। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, মৃত্যুতে রহস্য আছে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব হবে।

খুলনা গে‌জেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন