শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

বেনাপোলে ট্রেনের ধাক্কায় দু’শিশু আহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের বেনাপোলে কমিউটার ট্রেনের ধাক্কায় শিশু দুই ভাই-বোন গুরুতর আহত হয়েছে। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হচ্ছে, দৌলতপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে মাছুম বিল্লাহ (৩) ও মেয়ে মাহমুদা খাতুন (৫)।

আহতদের স্বজনরা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে ওই দুই ভাই-বোন তাদের পরিবারের সাথে ভ্যানযোগে শার্শা উপজেলার পুতাপাড়া গ্রামের রেলক্রসিং পার হচ্ছিল। এসময় যশোর থেকে যাওয়া বেনাপোল কমিউটার ট্রেনের ধাক্কায় ভ্যানে থাকা পাঁচজন কমবেশি আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে তিনজন প্রথমিক চিকিৎসা নেন। দুটি শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন