বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে শ্বশুর বাড়িতে জামাই ছুরিকাহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে শ্বশুরবাড়ি বেড়াতে এসে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে লিওন (২৩) নামে এক যুবক গুরুতর জখম হয়েছেন। বৃহস্পতিবার সকালে শহরের সিটি কলেজ ব্যাটারিপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। আহত লিওন বেনাপোল কাগজপুকুর উত্তরপাড়ার জাফর শেখের ছেলে।

আহত লিওন জানান, বৃহস্পতিবার সকালে ব্যাটারিপট্টি এলাকায় শ্বশুর মাসুদ খানের বাড়ি বেড়াতে আসেন। এরপর এক দুর্বৃত্ত শ্বশুরের ঘরে ঢুকে তাকে ছুরিকাঘাত করে। পরে শ্বশুর বাড়ির লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

জরুরি বিভাগের ডাক্তার আহমেদ তারেক শামস্ জানান, আহত লিওনের পায়ে ও পিঠে ছুরিকাঘাত করা হয়েছে। তিনি এখন আশঙ্কামুক্ত।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন