শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

যশোরে ৮ জুয়াড়ি আটক, ৪০ হাজার টাকা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর সদর উপজেলার শাখারিগাতি গ্রামের একটি বাড়ি থেকে জুয়া খেলার সময় আট জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় আসর থেকে ৪০ হাজার ৬শ’ ৫৭ টাকা উদ্ধার হয়েছে।

আটককৃতরা হচ্ছে, শাখারিগাতি গ্রামের মৃত কাশেম মোল্লার ছেলে আব্দুর রহিম, কচুয়া ঘাটকুল গ্রামের লতিফ মোল্লার ছেলে আনোয়ার মোল্লা, হাটবিলা গ্রামের মৃত ইয়াকুব আলী মোল্লার ছেলে আইয়ুব আলী, হাটবিলা পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে শুকুর আলী, রুপদিয়া কলাপট্টি গ্রামের আকবর গাজির ছেলে বাবু গাঁজি, নরেন্দ্রপুর কারিগরপাড়ার মৃত কেরাখানের ছেলে জাফর খান, পদ্মবিলা পূর্বপাড়ার আহম্মদ আলীর ছেলে ইসমাইল হোসেন ও রুপদিয়া খানপাড়ার মৃত ইসমাইল হোসেনের ছেলে সফিকুল ইসলাম ।

নরেন্দ্রপুর পুলিশ ফাঁড়ির এসআই নাজমুল হাসান জানান, বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে তারা গোপনে খবর পান শাখারিগাতি গ্রামের আব্দুর রহিমের বাড়ির সিড়ি ঘরের পাশে কতিপয় জুয়াড়ি তাস দিয়ে জুয়া খেলা করছে। এ খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৮ জুয়াড়িকে আটক করা হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন