শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

চৌগাছায় বিএনপির ৭ কর্মী আটকের পর জামিনে মুক্ত

চৌগাছা প্রতিনিধি

যশোরের চৌগাছায় মঙ্গলবার দিবাগত রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে বিএনপির ৭ কর্মীকে আটক করেছে। বুধবার ( ১৯ অক্টোবর) সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরণ করা হয়। এদিন দুপুরে মহামান্য আদালতে আটককৃতদের জামিন চাইলে মহামান্য আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

আটককৃতরা হলেন, উপজেলা পাতিবিলা ইউনিয়নের তেঘরি গ্রামের মৃত কালু মোল্যার ছেলে আব্দুল মালেক (৩৮), একই গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে রবিউল ইসলাম (৪৪), হাকিমপুর ইউনিয়নের মাঠচাকলা গ্রামের আব্দুল কাদেরের ছেলে জুয়েল রানা (২৭), মৃত মনির উদ্দিনের ছেলে শাহাবুদ্দিন (৪০), পৌরসভার বাকপাড়া মহল্লার রেজাউল ইসলামের ছেলে তৌহিদুর রহমান উজ্জল (৩৫), সুখপুকুরিয়া ইউনিয়নের আন্দুলিয়া গ্রামের হুরমত আলীর ছেলে আলী কদর ( ৫৬) ও একই গ্রামের হানেফ আলী মন্ডলের ছেলে আতিয়ার রহমান (৫৭)। সম্প্রতি সুখপুকুরিয়া ইউনিয়নে বিএনপির কমিটি গঠনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় তাদের আটক করা হয় বলে থানা সূত্র নিশ্চিত করেছেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন