খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে দুই শিক্ষার্থী নিহত
  ঝিনাইদহে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকের মৃত্যু
  অ্যান্টিগা টেস্ট: প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজ তুলল ২৫০, বাংলাদেশ পেল ৫ উইকেট

ইনজুরির কবলে তামিম ইকবাল

আসন্ন শ্রীলঙ্কা সফরের আগে স্ট্রেইন ইনজুরির কবলে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে জাতীয় দলের ফিজিওথেরাপিস্ট জুলিয়ান ক্যালেফাতোর সঙ্গে নিজের সমস্যা নিয়ে কথাও বলেন তামিম। তবে ইনজুরিটি গুরুতর কিছু নয় বলেই ধারণা করছেন নান্নু। যদিও পুরোপুরি নিশ্চিত হতে ২৪ ঘন্টা অপেক্ষা করার পক্ষে তিনি।

মিনহাজুল আবেদিন বলেন, ‘তামিম হালকা স্ট্রেইনের ইনজুরিতে ভুগছে, হতে পারে এটা গরমের কারণে। আমরা এখনই মন্তব্য করতে পারছি না তেমন কারণ আমাদেরকে ২৪ ঘন্টা অপেক্ষা করতে হবে তাঁর অবস্থা জানার জন্য। যদি আমাদের মনে হয় এটা গুরুতর কিছু তাহলে আমরা সেই মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেব। এই মুহূর্তে এটা মনে হচ্ছে দ্রুতই উত্তরণযোগ্য।’

মঙ্গলবার অনুশীলনের সময় তামিমককে ব্যাটিং করতেও দেখা যায়নি। তার পরিবর্তে আম্পায়ারের ভূমিকা পালন করেন তিনি। একই সঙ্গে তরুণ ক্রিকেটারদের নিজের অভিজ্ঞতা শেয়ার করেই সময় অতিবাহিত করেন জাতীয় দলের এই অভিজ্ঞ ক্রিকেটার।

তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি মাসেই শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা রয়েছে মুমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ দলের। তবে শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপে সফরটির সঙ্গে বেশ কিছু শর্ত জুড়ে দেয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। তারই প্রেক্ষিতে সিরিজ খেলতে অপারগতা প্রকাশ করে বিসিবি।
এখন পর্যন্ত এসএলসির সঙ্গে কয়েকদফা যোগাযোগও হয়েছে বিসিবির। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে চূড়ান্ত নির্দেশনা পাওয়ার পরেই সফরটির ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত কিছু জানাতে পারবে এসএলসি বলে জানানো হয়েছে।

খুলনা গেজেট/এএমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!