শারজাহতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। তবে এই জয় সহজে আসেনি। দুই ওপেনারের ১০৯ রানের দুর্দান্ত জুটির পর রশিদ খানের স্পিন-বিষে মাত্র ৯ রানে ৬ উইকেট হারিয়ে সহজ ম্যাচকে কঠিন বানিয়ে ফেলেছিল টাইগাররা। শেষ পর্যন্ত নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনের দৃঢ়তায় ৮ বল বাকি থাকতেই রুদ্ধশ্বাস এক জয় নিশ্চিত করে বাংলাদেশ।
১৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম। দুজনেই তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। ১১ ওভারেই ওপেনিং জুটিতে আসে ১০৯ রান, যা বাংলাদেশের সহজ জয়ের ইঙ্গিত দিচ্ছিল।
কিন্তু ১১.৪ ওভারে পারভেজ (৩৭ বলে ৫৪) ফরিদ আহমেদের বলে আউট হতেই যেন ছন্দপতন। এরপর মঞ্চে আসেন রশিদ খান এবং একাই ধস নামান বাংলাদেশের ব্যাটিং লাইনআপে। সাইফ হাসান (০), তানজিদ তামিম (৩৭ বলে ৫১), জাকের আলী (৬) ও শামীম হোসেনকে (০) ফিরিয়ে দিয়ে তিনি ম্যাচ ঘুরিয়ে দেন। উইকেটের মিছিলে সবশেষ সংযোজন তানজিম সাকিব। রানের খাতা খোলার আগেই নূরের বলে ফিরলেন এলবিডব্লিউ হয়ে। এতে ১০৯/০ থেকে মুহূর্তেই বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১১৮/৬।
জয়ের জন্য শেষ ১২ বলে যখন ১৬ রান প্রয়োজন, তখন ১৯তম ওভারে আক্রমণে আসেন ওমরজাই। নুরুল হাসান সোহান প্রথম দুই বলে দুটি বিশাল ছক্কা হাঁকিয়ে ম্যাচ বাংলাদেশের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। পরের বলে সিঙ্গেল নেওয়ার পর চতুর্থ বলে রিশাদ হোসেন চার মেরে দলের জয় নিশ্চিত করেন।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে মোহাম্মদ নবি (২৫ বলে ৩৮) ও রহমানউল্লাহ গুরবাজের (৩১ বলে ৪০) ব্যাটে ভর করে আফগানিস্তান ৮ উইকেটে ১৫১ রানের লড়াকু সংগ্রহ পায়। বাংলাদেশের পক্ষে রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিব দুটি করে উইকেট নেন।
এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ। সিরিজের পরবর্তী ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হবে।