বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

ট্রফি না নেওয়ায় ভারতকে ধুয়ে দিলেন এবি ডি ভিলিয়ার্স

ক্রীড়া প্রতিবেদক

এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জেতে ভারত। তবে মাঠে এসিসি ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে ট্রফি নেয়নি তারা। ভারতের এমন কর্মকাণ্ডে তৈরি হয় তীব্র বিতর্ক। এবার এশিয়ার চ্যাম্পিয়নদের কড়া সমালোচনায় মেতেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স।

প্রোটিয়া এই ক্রিকেটার সাফ জানিয়ে দেন, ক্রিকেটের সঙ্গে কোনোভাবেই রাজনীতি মেশানো উচিত না। এই ধরনের ঘটনা ব্রিবতকর পরিস্থিতি তৈরি করে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে জানান, ভারতের এমন কাণ্ড পছন্দ হয়নি তার।

এবি ডি ভিলিয়ার্স বলেন, ‘যিনি ট্রফি তুলে দিচ্ছিলেন তাকে নিয়ে ভারতীয় দল আসলে খুশি ছিল না। আমি মনে করি, খেলাধুলায় এর কোনো স্থান নেই। রাজনীতি আলাদা, খেলাধুলা আলাদা। খেলাধুলাকে তার নিজস্ব আনন্দের জায়গা থেকে উদ্‌যাপন করা উচিত, যা ঘটেছে তা সত্যিই দুঃখজনক। আশা করি ভবিষ্যতে এর সমাধান হবে। এমন ঘটনা খেলোয়াড়দের জন্যও বিব্রতকর পরিস্থিতি তৈরি করে যা আমার পছন্দ নয়। ফাইনাল শেষে আসলেই পরিস্থিতি ছিল বেশ অস্বস্তিকর।’

মাঠের বাইরের কাণ্ডে ভারতের সমালোচনা করলেও মাঠে ভারতের পারফরম্যান্সে মুগ্ধ এবি। তিনি বলেন, ‘ভারত অসাধারণ ফর্মে আছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর খুব দূরে নয়। ভারতীয় দল প্রতিভায় ভরপুর এবং বড় ম্যাচে নিজেদের প্রমাণ করতে জানে। তাদের এই দাপুটে খেলা সত্যিই উপভোগ্য।’

চলতি মাসের শেষদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ রয়েছে ভারতের। এশিয়া কাপজয়ী দলকে সেই সিরিজে দিতে হবে কঠিন পরীক্ষা।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন