বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস হেরে প্রথমে বোলিংয়ে নামছে বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৯টায় ম্যাচটি শুরু হবে। আফগান অধিনায়ক রশিদ খান টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন।

এই ম্যাচে বাংলাদেশের একাদশে তিনজন পেসার এবং দুই স্পিনারের কম্বিনেশন রাখা হয়েছে। পেস বোলিংয়ের দায়িত্বে আছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান সাকিব। স্পিন বিভাগে রয়েছেন রিশাদ হোসেন ও নাসুম আহমেদ।

ব্যাটিং লাইনআপে কিছুটা পরিবর্তন এনে তরুণদের সুযোগ দেয়া হয়েছে। ওপেনিং এবং তিন নম্বর মিলিয়ে একাদশে আছেন সাইফ হাসান, তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন। এই ম্যাচে অভিজ্ঞ তাওহিদ হৃদয়কে বিশ্রাম দিয়ে তার জায়গায় খেলছেন নুরুল হাসান সোহান। উইকেটকিপার হিসেবে থাকছেন জাকের আলী অনিক, যিনি দলের অধিনায়কত্বও সামলাবেন।

টি-টোয়েন্টিতে সাম্প্রতিককালে বাংলাদেশ ও আফগানিস্তানের দেখা হয়েছে বেশ কয়েকবার। বিদেশের মাটিতে দুই দলের ৬ বারের সাক্ষাতে আফগানদের জয় ৫টি, আর বাংলাদেশ জিতেছে মাত্র ১টি ম্যাচ। তবে বাংলাদেশের সেই একটি জয়ের স্মৃতি খুব বেশি পুরোনো নয়, সর্বশেষ এশিয়া কাপেই আফগানিস্তানকে হারিয়েছিল টাইগাররা।

একনজরে দুই দলের একাদশ-

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ।

আফগানিস্তান: রহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ আতাল, ইবরাহিম জাদরান, ডারউইশ রাসুলি, শারাফউদ্দিন আশরাফ, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান (অধিনায়ক), নূর আহমেদ, ফরিদ আহমেদ মালিক, মোহাম্মদ ইসহাক।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন