বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

বাঘারপাড়ায় একই ইউনিয়নে দু’রাতে তিন বাড়িতে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের বাঘারপাড়া উপজেলার একটি ইউনিয়নে একদিনের ব্যবধানে তিন বাড়িতে ডাকাতি হয়েছে। সোমবার রাত আড়াইটার দিকে উপজেলার জামদিয়া ইউনিয়নের করিমপুর গ্রামের শহীদ মুন্সির বাড়িতে ১৪/১৫ জনের একদল ডাকাত তালা ভেঙ্গে বাড়িতে প্রবেশ করে। এরপর ডাকাতরা শহীদের দুই ছেলেকে বেধে রেখে হত্যার হুমকি দিয়ে নগদ টাকা, স্বর্নালঙ্কার, ১টি এ্যাপাচি ও ১টি হোন্ডা লিভো মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। শহীদ মুন্সি জানান, ডাকাতরা বাড়ি থেকে নগদ ১ লাখ ২৫ হাজার টাকা, ৭টি মোবাইল ফোন, অনুমানিক ৮ থেকে ১০ভরি স্বর্নালঙ্কার ও দুটি মোটরসাইকেল নিয়ে যায়। তিনি বলেন, ডাকাতদল নড়াইলের দিকে পালিয়ে যায়। বাড়ির লোকজন কাউকে চিনতে পারেনি। এ খবর পেয়ে ভিটাবল্লা পুলিশ ক্যাম্প ও থানার রাত্রীকালিন জরুরি ডিউটির পুলিশ ফোর্স ঘটনাস্থলে হাজির হয়। কিন্তু তারা কাউকে আটক ও লুটকৃত মালামাল উদ্ধার করতে পারেনি।

এদিকে, গত ১৬ অক্টোবর ভোররাতে ১৪/১৫ জনের একদল ডাকাত উপজেলার জামদিয়া গ্রামের কাসেদ আলী মোল্লার বাড়িতে ঢুকে নগদ ১ লাখ ৩০ হাজার টাকা ও ৩ ভরি স্বর্নালঙ্কার নিয়ে পালিয়ে যায় এবং একই রাতে গ্রামের নওশের মোল্লার ছেলে সোহেলের বাড়ি থেকে নগদ ২ হাজার টাকা ও সোহেলের স্ত্রীর গলায় থাকা একটি সোনার চেইন, কানের দুল নিয়ে যায়।
এসব ঘটনায় ডাকাতদলের সদস্যরা হাফপ্যান্ট, কালো গেঞ্জি ও মুখে কালো কাপড় বেধে বাড়িতে ঢুকে ডাকাতি করেছে বলে বাড়ির মালিকরা জানিয়েছেন।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন